ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১০:৪০ পিএম

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু(২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী।

তথ্য সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল, সে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি৷ এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি

পাঠকের মতামত

সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প

জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে – মুহাম্মদ শাহজাহান

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন ‘মৃত্যুর সড়ক’

এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার  দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রিক সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মানুষের ...