উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ২:৩৪ পিএম , আপডেট: ১৭/০৩/২০২৫ ২:৩৪ পিএম

কক্সবাজারে সাপের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় বিষধর সাপের কামড়ে রুবেল (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

রুবেল উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।

নিহতের পরিবার জানান, রুবেল রোববার রাত ১টার দিকে টয়লেট করার জন্যে ঘর থেকে বের হন। এ সময় ঘরের দরজার সামনে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভেকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। ততক্ষণে পুরো শরীরে বিষ জড়িয়ে গিয়ে সকালে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, সাপের কামড়ে একজন লোক মারা যাওয়ার খবর শুনেছি।

পাঠকের মতামত

মাইলস্টোন ট্র্যাজেডি: গুরুতর আহত কক্সবাজারের আলবীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের ...

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...