ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:০৪ এএম

কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে পাঁচটি বালু মহাল ইজারা না দিতে দুই সচিব, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)।

মঙ্গলবার (২৫ মার্চ) ডাকযোগে পাঠানো এ নোটিশে চকরিয়ার খুটাখালি ১, রামুর ধলিরছড়া ও পানিরছড়া এবং উখিয়ার পালংখালী ও হিজলিয়া বালুমহালগুলো বিলুপ্ত ঘোষণা করে ইজারা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজারে পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিপূর্বে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রদান করে, যেখানে সংরক্ষিত বনাঞ্চল, টিলা ও খাল রক্ষার দাবি জানানো হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেলা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ) এবং আরও আটটি সংস্থাকে পাহাড় কাটা ও জলাধার ভরাট বন্ধে আইনি নোটিশ পাঠায়। নোটিশে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পাহাড় কাটা ও জলাধার ভরাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়াও, বেলা কক্সবাজারের বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই পদক্ষেপগুলোর মাধ্যেমে কক্সবাজারের পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে বেলা ও ইয়েস-এর সক্রিয় ভূমিকার প্রতিফলন লক্ষ্য করা যায়।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...