ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:০৪ এএম

কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে পাঁচটি বালু মহাল ইজারা না দিতে দুই সচিব, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)।

মঙ্গলবার (২৫ মার্চ) ডাকযোগে পাঠানো এ নোটিশে চকরিয়ার খুটাখালি ১, রামুর ধলিরছড়া ও পানিরছড়া এবং উখিয়ার পালংখালী ও হিজলিয়া বালুমহালগুলো বিলুপ্ত ঘোষণা করে ইজারা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজারে পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিপূর্বে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রদান করে, যেখানে সংরক্ষিত বনাঞ্চল, টিলা ও খাল রক্ষার দাবি জানানো হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেলা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ) এবং আরও আটটি সংস্থাকে পাহাড় কাটা ও জলাধার ভরাট বন্ধে আইনি নোটিশ পাঠায়। নোটিশে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পাহাড় কাটা ও জলাধার ভরাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়াও, বেলা কক্সবাজারের বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই পদক্ষেপগুলোর মাধ্যেমে কক্সবাজারের পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে বেলা ও ইয়েস-এর সক্রিয় ভূমিকার প্রতিফলন লক্ষ্য করা যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ...

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...