কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় এলিনা আকতার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
গৃহবধূ এলিনা আকতার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়ার ফরিদুল আলমের স্ত্রী ও লোহাগড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটার নুরুল আমিনের মেয়ে।
এলিনার চাচা মোস্তাক আহমদ জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। গত চার বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। সংসারে তাদের তিনবছর বয়সী মেয়ে ও দেড়মাস বয়সী ছেলে রয়েছে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের আগে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।