ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ৯:৪০ এএম
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার বাটাখালী ব্রিজের উপর তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন চকরিয়া থানার অফিসার (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী মোহাম্মদ করিম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. আলী আহমদের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী কালবেলাকে জানান, চকরিয়া বাটাখালী ব্রিজের উপর থেকে মোটরসাইকেল নিয়ে ৪ হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়ার জন্য খলিল নামের এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি হয়। সেই চুক্তিতে ইয়াবা পাচার করতে আগ্রহী হয় মোহাম্মদ করিম।

থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম জানায়, ৮ হাজার টাকার বিনিময়ে সে ইয়াবা পাচারকাজে জড়িত হয়। তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

ওসি মোহাম্মদ আলী আরও জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত করিমকে জিজ্ঞাসাবাদ করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা ব্যবসা ও পাচার কাজের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওসি।

ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...