ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৩ ৮:৩২ পিএম

কক্সবাজারের ঈদগাঁও থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনাপাড়ায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি গোলাম কবির। তিনি জানান, স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে ২ মোটরসাইকেলে আসা ৪/৫ যুবককে ওই স্থানে অবস্থান করতে দেখেন। কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে পুঁতে রাখা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ওইসব যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। তবে তারা সবাই অপরিচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মৃতের বয়স আনুমানিক ৩০ বছর।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া – টেকনাফ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী

উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে ...

উখিয়ায় রোহিঙ্গা-স্থানীয়দের পানি সমস্যা সমাধানে নতুন নেটওয়ার্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শিবির ও পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নির্মিত তিনটি যৌথ পাইপভিত্তিক পানি ...