কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ
কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...
বর্ষার ভর মৌসুমে বৃষ্টিহীন দেড় মাস অতিবাহিত চাষাবাদ স্থবির তাপদাহে জনজীবন বিপন্ন এক ফোটা রহমতের বৃষ্টি কামনায় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিসকারের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হয়েছ।
২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলনা আনাছ মোস্তাকের ইমামতিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সালাতুল ইস্তিকাস নামাজে অংশ নিয়ে সালাত আদায় করেন। সালাত শেষে খুতবা পাঠ করেন ঈদগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহিম। সালাত ও খুতবা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মৌলানা আব্দুস সালাম।
বিশেষ মোনাজাতে রহমতের বৃষ্টির জন্য উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।সকালের একটাই আওয়াজ হে আল্লাহ আমাদের ক্ষমা করুণ, এক ফোটা রহমতের বৃষ্টি দিন
পাঠকের মতামত