ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৩ ২:২৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে ঈদগাঁও থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যান। পরে আজ বুধবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত ১টার দিকে ঘর থেকে বের হন। স্থানীয়রা আজ সকালে তার মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এ থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখেছে।

তবে এলাকার কেউ কেউ বলছেন, আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরে পেঁচিয়ে অথবা আমগাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় তিনি মারা গেছেন।

তবে ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান নিহতের আত্মীয়স্বজনরা।

থানা সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ...

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...