ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৩ ২:২৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে ঈদগাঁও থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যান। পরে আজ বুধবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত ১টার দিকে ঘর থেকে বের হন। স্থানীয়রা আজ সকালে তার মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এ থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখেছে।

তবে এলাকার কেউ কেউ বলছেন, আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরে পেঁচিয়ে অথবা আমগাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় তিনি মারা গেছেন।

তবে ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান নিহতের আত্মীয়স্বজনরা।

থানা সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...