ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৩ ২:২৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে ঈদগাঁও থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যান। পরে আজ বুধবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাত ১টার দিকে ঘর থেকে বের হন। স্থানীয়রা আজ সকালে তার মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এ থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখেছে।

তবে এলাকার কেউ কেউ বলছেন, আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরে পেঁচিয়ে অথবা আমগাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় তিনি মারা গেছেন।

তবে ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান নিহতের আত্মীয়স্বজনরা।

থানা সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...