ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৩ ৯:২৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়াসাদ ফয়সাল (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া নিজবাড়ির পুকুর থেকে উদ্ধার করে।

মারা যাওয়া রিয়াসাদ ফয়সাল মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর ২য় পুত্র এবং মেরিন একাডেমির শিক্ষার্থী।

নিহতের চাচাতো ভাই সায়েদ খান শান্ত বলেন, রিয়াসাদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে সে নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিয়ে ঘরের পুকুরে নেমে নিজেদের মধ্যে সাতার প্রতিযোগিতা দেয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা ফয়সাল চৌধুরী।

পাঠকের মতামত

উখিয়ার পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ...