
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আগত পর্যটকদের এবার পিপাসা মেটাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ।
একই সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে আঘাতপ্রাপ্ত হলে এসব পর্যটকদেরও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সৈকতের সবকটি পয়েন্টের বালিয়াড়িতে এই দৃশ্য দেখা যায়।
আর পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে পানি পান ও প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
সরজমিনে ঘুরে দেখা যায়, সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের উপচেপড়া ভিড়।
মহান বিজয় দিবস ও সাপ্তাহিক মিলে টানা ৩ দিনের ছুটিতে সাগরতীর লোকে লোকারণ্য।
সবাই মেতে আছেন আনন্দ আর উচ্ছ্বাসে।
তবে মাঝে মাঝে আনন্দ করতে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্তও হচ্ছে পর্যটকরা।
তবে তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাচ্ছে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আবার অনেক পর্যটক সৈকতের বালিয়াড়িতে দৌড়াদৌড়ি করে পানি পান করার জন্য ছুটে আসছে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্পে।
তারাও নিরাপদ পানি পান করে সন্তুষ্টি প্রকাশ করছেন।
পাঠকের মতামত