প্রকাশিত: ০৪/১২/২০২১ ৪:৪৫ পিএম


কক্সবাজার আলম গেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেল সঞ্জয় কুমার সরকার (৩০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস লাগানে অবস্থায় এ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নুপূর (১৮) নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে টুরিস্ট পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী আলম গেস্ট হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ কক্সবাজার ভয়েসকে জানান, শনিবার বেলা ১১ টার দিকে শহরের আবাসিক আলম গেস্ট হাউস হোটেলে এক যুবক গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার সঙ্গে থাকা সঙ্গী নুপূরকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। তবে নিহত সঞ্জয় নিজের শিশুকন্যা ও স্ত্রীকে ফেলে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
মো: মহিউদ্দিন আহমেদ কক্সবাজার ভয়েসকে আরও জানান, ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমনে এসে ওই হোটেলে রুম ভাড়া নেয়। পরে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার-৪ : মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় বৈঠকে চার নেতার মূল্যায়ন সম্পন্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছিল। অবশেষে ...

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...