প্রকাশিত: ২৩/০৯/২০১৯ ১০:১১ পিএম

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউপির মরিচ্যা যৌথ চেকপোস্ট নামক স্থানে কোটবাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মোছা. গোলজার বেগম (২১) মোছা. রাজিয়া বেগম (৩২)। তারা সকলেই জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, তাদের শরীর তল্লাশি করে ১৫৫৩ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ ...