উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ৮:০৬ এএম

ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়। গতকাল কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন মোহাম্মদ দইলা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুন্ডল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।

তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ লাখ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ আট রোহিঙ্গা নাগরিক।

তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ (গতকাল) এ রায় ঘোষণা করেন। আদালতসূত্রে জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ২ লাখ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ আটজন। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করে বিক্রির অভিযোগে পাঁচজন আটক

বিশেষ সফটওয়্যার দিয়ে মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে বিক্রি করার অভিযোগে ...