
আজ ১২ মে, বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রামমুখী একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এ সময় আহত অটোরিকশার যাত্রীদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অন্য আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত