ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৩ ৩:২১ পিএম

কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় দেখা মিলেছে মেছো বাঘের। খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে সেই মেছো বাঘের ছবি।

ছবিতে দেখা যায়, সোনাদিয়ার প্যারাবন থেকে বের হয়ে খালের কিনায় দাঁড়িয়ে আছে মেছো বাঘটি। ক্যামেরার লেন্স ও সূর্যের রশ্মি মুখোমুখি হওয়ায়, স্তন্যপায়ী এই প্রাণী কিছুটা অস্পষ্ট। তবে দেখলেই বোঝা যায়, ছবির প্রাণীটি মেছো বাঘ।

এই ছবিটি যিনি তুলেছেন, তার নাম মোহাম্মদ ফরহাদ। তিনি বন বিভাগের সহযোগী বননিরাপত্তা সংরক্ষণ কমিটির সদস্য।

ফরহাদ জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সোনাদিয়ায় তারা টহলে যাচ্ছিলেন। খাল বেয়ে যাওয়া নৌকায় বন বিভাগের সদস্যরাও ছিলেন। হঠাৎ প্যারাবনের দিকে চোখ পড়তেই দেখতে পান মেছো বাঘ। ছবি তুলতে শুরু করেন তিনি। ভিডিও করেন। সূর্যের মুখোমুখি হওয়ায়, প্রাণীটিকে কোনভাবেই লেন্সে কব্জা করতে পারছিলেন না।

তারপর ভিডিও করা শুরু করলেন, কিন্তু ছবির চেয়ে আরও খারাপ অবস্থা ভিডিওর।

পরে সবাই মিলে ছবি বিশ্লেষণ করে জানান, ছবির স্তন্যপায়ী প্রাণীটি মেছো বাঘ। সাইজে একটা বড় কুকুরের সমান।

কিন্তু দূর থেকে বাঘের আকৃতির সাথে মেলাতে পারলেও ফরহাদরা এখনো নিশ্চিত নন যে, এটি মেছো বাঘ কি না।

ফরহাদ বলেন, মেছো বাঘ যদি হয় তবে ভয়ের কিছু নেই। এদিকে ফরহাদের এমন কথায় বিশ্বাস করতে চান না সোনাদিয়ার বাসিন্দারা। তিনি যে ছবি তুলেছেন, তা দেখে সোনাদিয়ার মানুষ আতঙ্কে আছেন।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...