ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৩ ৯:২৫ এএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছে সম্প্রতি। বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি দল। ভোটের পরে এবার দলটির কোনও একটি কমিটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন মাহিয়া মাহি। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষৎ করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান মাহিয়া মাহি।

সংশ্লিষ্ট সূত্রমতে, এ সময় মাহিয়া মাহিকে চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে সদস্য করা যায় কিনা, সেটি ‘দেখবেন’ বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাহিয়া মাহি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং আমার স্বামী আজ সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে। নির্বাচনের আপডেট জানাতে গিয়েছিলাম। এ সময় সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে আরও অনেকে ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন- আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা…। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন- বিষয়টি তারা দেখবেন।’

একইরকম তথ্য জানিয়েছেন মাহির স্বামী রাকিব সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাহিয়া মাহি। তাকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এ ছাড়াও মাহিকে কোনও পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠেছে।

অবশ্য এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন কিছু আমার জানা নেই

পাঠকের মতামত

পাহাড়কে সন্ত্রাসমুক্ত করার কাজ প্রায় শেষ – বান্দরবানে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘পাহাড়ি এলাকায় বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ...

‘কথিত মেয়ে’র ফাঁদে ব্যবসায়ী, মুক্তিপণের দাবিতে বিবস্ত্র করে নির্যাতন

টেকনাফের লবন ব্যবসায়ী আব্দুল্লাহর (৫৫) সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের সুমি আক্তারের ...

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে সকল ধরণের প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে

পরিবেশ রক্ষা এবং সুপেয় পানির সংকট মোকাবেলায় কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে সকল ধরণের প্লাস্টিক ব্যবহার ...

বাবুল আক্তারের জামিন!

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন ...