ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১২/২০২২ ৯:২৫ এএম

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৮ ডিসেম্বর থেকে এ ফরম পূরণ শুরু হচ্ছে। আজ রোববার (১১ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে বলা হয়েছে। ফরম পূরণ শেষে ৫ জানুয়ারির মধ্যে ফি জমা দিতে হবে।

এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২ হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ২০ টাকা জমা দিতে হবে। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব ডিসি সম্মেলনে

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব উঠেছে জেলা প্রশাসকদের সম্মেলনে। একইসঙ্গে প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ...

উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

উখিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় ৩৫ জন এ ...