প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:৪১ পিএম
উখিয়া নিউজ ডেস্ক::
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আবারো মাপার ঘোষণা দিয়েছে ভারত। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ওই পর্বতশৃঙ্গের উচ্চতায় কোনো হেরফের হয়েছে কি না, তা জানতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ভারতের সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুবা রাও বলেন, দুই মাসের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ওই পর্বতশৃঙ্গের উচ্চতা মাপার জন্য দল পাঠানো হবে।
কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য আভাস দিচ্ছে, নেপালে ভয়াবহ ওই ভূমিকম্পের প্রভাবে এভারেস্টের উচ্চতা কমে গেছে। ৬২ বছর আগে ভারতের এক জরিপে এভারেস্টের উচ্চতা মাপা হয়। তাতে বলা হয়, এর উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)। এই উচ্চতাই বিশ্বব্যাপী স্বীকৃত।
বিজ্ঞানীরা বলছেন, নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এভারেস্ট শৃঙ্গের উচ্চতা প্রায় এক মিটার কমে যায়। ওই সময় বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিশ্বের সর্বোচ্চ পৃর্বতশৃঙ্গের উচ্চতা কমেছে কি না, তা নির্ণয় করতে পাদদেশে জরিপ এবং জিপিএস বা বিমান মিশন চালানো প্রয়োজন।
সুবা রাও বিবিসিকে বলেন, ‘নেপাল সরকারকে সঙ্গে নিয়ে ভারত ওই জরিপ চালাবে। নেপাল সরকার এ ব্যাপারে সহযোগিতা করতে নীতিগতভাবে রাজি হয়েছে।’ ট্রায়াঙ্গুলেশন ও জিপিএস পরিমাপের সমন্বয়ে এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে, ...

মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত থাকার অভিযোগে বার্মা ও থাইল্যান্ডে অবস্থিত পাঁচ ...