প্রকাশিত: ২৯/০৮/২০১৮ ৫:৩৫ পিএম , আপডেট: ২৯/০৮/২০১৮ ৭:৪৭ পিএম


বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংকের একটি এবি ব্যাংকের উখিয়া শাখার উদ্বোধন হতে যাচ্ছে ৩০ আগষ্ট বৃহস্পতিবার। সকাল ১১ উখিয়া সদরের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির শুভ উদ্বোধন করা হবে। উদ্বেধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি ব্যাংকের পরিচালক ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী।
জানা গেছে, উখিয়াতে এবি ব্যাংকের কার্যত্রুম এজেন্ট শাখা দিয়ে উদ্বোধন করা হলেও অল্প কিছুদিনের মধ্যে তা পরিপূর্ণ শাখা হিসেবে কার্যত্রুম চালাবে। কারন রোহিঙ্গা অবস্থানের কারনে এনজিও সহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকান্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এতে উখিয়ায় অবস্থানরত ব্যাংক গুলো চাপ সমলাতে হিমশিম খাচ্ছে। এ সমস্যা লাগবে এবি ব্যাংকের মতো একটি ব্যাংক উখিয়া আসায় জনগনের প্রত্যাশা পুরণ করতে পারবে বলে সংশ্লিষ্ট আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...