প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ৭:২৯ পিএম

Model-Arshiবিনোদন ডেস্ক: নগ্নতায় যার হাতিয়ার। ”ভারত জিতলে নগ্ন হব।” ”পাকিস্তান জিতলে নগ্ন হব।” ”মুম্বই ইন্ডিয়ন্স জিতলে নগ্ন হব।”এমন কথা মাঝে মাঝেই ঘোষণা করেখবরে আসেন বিতর্কিত মডেল ও স্বঘোষিত অভিনেত্রী আরশি খান। আরশি এবার সালমানের জন্য নগ্ন হলেন।

কিন্তু সেই নগ্নতার মাত্রা এতটাই চড়া ছিল যে ফেসবুক, টুইটারে তাঁকে ব্লক করে দেওয়া হয়। পরে ফোটোশপের মাধ্যমে রাখঢাক করেও যে নগ্ন ছবিটা সলমনকে উত্‍সর্গ করলেন আরশি সেটাও পাবলিশ করার সম্পূর্ণ অযোগ্য।আরশি বললেন, সালমানের সুলতান দেখার পর তিনি এতটাই আপ্লুত যে নিজের সবই সল্লুকে দিয়ে দিলেন।

পাঠকের মতামত

‘হোটেলে জায়েদ-সায়ন্তিকার বেশি সময় কাটানোয় দ্বন্দ্বের সূত্রপাত’

প্রথমবারের মতো বাংলাদেশে শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়েছেন বলে দাবি কলকাতার নায়িকা সায়ন্তিকা ...

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষে ডিজে ইথিকা

বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজে সুরাইয়া আক্তার ইথিকা। ডিজেইথিকা নামেই সর্বত্রেই পরিচিত তিনি। ছোটবেলা থেকেই ...