প্রকাশিত: ০৩/১১/২০১৬ ৭:৩১ এএম

14958471_928001970639918_1847401211_nবিনোদন রিপোর্ট::

বাস্তবে সনি রহমান ও মুনমুন রাগী না হলেও চিএ নাট্যে পরোপুরি ভাবে রাগী করে তুলেছেন রাগী ছবির পরিচালক মিজানুর রহমান মিজান সনি রহমান ও মুনমুন কে।সম্প্রতি শুটিং শুরু হয়েছে মিজানুর রহমান মিজান এর পরিচালনা ” রাগী” ছবির কাজ। এই ছবিত বর্তমান সারা জাগানো মডেল ও টিভি অভিনেতা সনি রহমান ও এক কালের সারা জাগানো এ্যাকশন নায়িকা মুনমুন কে নেগেটিভ চরিএে দেখা যাবে।এরই মধ্যে ব্যাপক আয়োজনে টানা ৪ দিনে শুটিং শেষ হল প্রথম ফাইটের কাজ।প্রথম ফাইট শুরু হয় সনি রহমান ও এই ছবির নায়ক আবির খান সাথে ছিলেন নবাগত নায়িকা অধরাও।সনি রহমান প্রথম ফাইট পার্ট শেষ করলে তার কাছে জানতে চাইলে বলেন- মিজানুর রহমান মিজান একজন গুনি পরিচালক ও গুনি টেকনিশিয়ান ও বটে।তার মেকিং এ ভাল কারিশমা আছে।কিভাবে আর্টিস্টের কাছ থেকে ভাল অভিনয় বের করতে হয় তা জানে।এই ছবির হিরো একজন ভাল অভিনে ও ভাল মানুষ হওয়ায় ভাল একটা টিম ওয়ার্ক ও হচ্ছে।ভাল টিম ওয়ার্ক ছাড়া ভাল কাজ হয় না। আর এই ছবিটি সম্পূর্ন এ্যাকশন ছবি। আশা করি এই ছবিটি ফ্যামেলির সবাই মিলেই দেখার মত ছবি হবে

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...