ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২২ ৭:৩৬ পিএম

প্রেমের টানে ভিনদেশি তরুণী চলে এসেছেন বাংলাদেশের কোনো এক গ্রামে, তারপর বিয়ে করেছেন। গত কয়েক বছরে এমন কিছু ঘটনা বেশ আলোচিত হয় ফেসবুকে। সংবাদমাধ্যমেও এসেছে এসব ঘটনা। তবে এবার প্রেমের টানে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে এসেছেন থাইল্যান্ডের তরুণী তানিদা (২৪)। এই তরুণী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাবের আহমদ সওদাগরের পুত্র রাজ ওচমান খানকে ভালোবেসে বিয়ে করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এ রিপোর্ট লেখার সময় মাতারবাড়ীতে রাজ ওচমানের বাড়ীতে তার সঙ্গে সংসার করছেন থাইল্যান্ডের এই তরুণী বলে জানাগেছে। তবে বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশে আসেন থাইল্যান্ডের এই তরুণী। তিনি মনের মানুষকে পেতে গত ১২ ডিসেম্বর সকল আইনী প্রক্রিয়া শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তানিদা’র বর্তমান নাম খতিজাতুল কোবরা। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

জানা যায়, মাতারবাড়ীর তরুণ রাজ ওচমান খানের সঙ্গে তানিদা পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে চলে আসেন মাতারবাড়ীতে। ওচমানের পরিবারের লোকজন বিষয়টি শুনে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। ধর্মান্তরিত হয়ে প্রেমিক রাজ ওচমানখানকে বিয়ে করেন থাইল্যান্ডের তরুণী তানিদা। তারা দুজনেই ইসলাম ধর্মমতে স্বামী-স্ত্রী। রাজ ওচমান খান পূর্বকোণকে বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। একই কথা বলেন খতিজাতুল কোবরাও।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...