ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে এবার অপহরণের শিকার হলেন রবিউল আলম নামের এক স্কুলশিক্ষক। শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে টমটমের গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

রবিউল আলমের স্ত্রী বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আমার স্বামীর মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি এত টাকা কোথায় পাব! আমার স্বামী অল্প টাকার বেতনে চাকরি করেন। আমরা পুলিশকে জানিয়েছি এবং একটি অভিযোগ দিয়েছি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী ঢাকা পোস্টকে বলেন, এক শিক্ষককে অপহরণ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি। আমরা উদ্ধারের চেষ্টা করছি।

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...