প্রকাশিত: ১৬/০৫/২০২১ ১১:০৯ এএম

ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসরাইলি দূতাবাস ঘেরাও করেছে লাখো বিক্ষোভকারী। এসময় বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিলো বিক্ষোভকারীদের হাতে। যার মধ্যে ‘স্টপ বমবিং গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড বেশি দেখা যায়।

শনিবারের ওই বিক্ষোভ কর্মসূচিতে অসংখ্য সাধারণ মানুষসহ অংশ নেন দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনও।

এ সময় প্রচুর সংখ্যক পুলিশ এসে ইসরাইলি দূতাবাসের নিরাপত্তা জোরদার করে এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
ইসরাইলি ওই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইহুদিবাদীদের এ মানবতাবিরোধী অপরাধ এখনই থামাতে হবে। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ধরুন আপনার সামনে ইসরাইলিরা বোমা মেরে আপনার ভবনটি উড়িয়ে দিল, এর ভিতরে আছে আপনার সন্তান ও বাবা-মা, আপনার তখন কেমন লাগবে? ফিলিস্তিনে প্রতি মুহুর্তেই এ ধরনের মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল, আর আমরা সবাই নীরব দর্শক। এখনই এ নীরবতা ভাঙতে হবে। আসুন আমরা এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।

পরে ওই বিক্ষোভ সমাবেশে অংশ নেন লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। তিনি বলেন, এখন সময়টি সম্পূর্ণ ভিন্ন, এ সময় এসেছে একসঙ্গে বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলার। আপনাদের সবাইকে ধন্যবাদ এ মহাদুর্দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য।

বিক্ষোভ সমাবেশটি যৌথভাবে আয়োজন করে, ফ্রেন্স অব আল আকসা, প্যালেটাইনি ফোরাম অব ব্রিটেন, স্টপদ্যা ওয়ার কোয়ালিশন, ক্যামপেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন

পাঠকের মতামত

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...