
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এহছানুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।
এবিষয়ে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নূরী বলেন, ৮ আগষ্ট একটি জাতীয় দৈনিকে পিএমখালীর পাহাড় কাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি বিচারকের নজরে আসে। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করেই স্বপ্রণোদিত আদেশটি দিয়েছে বিচারক।
তিনি আরো বলেন, প্রতিবেদনে মাটি কেটে বিক্রি করা হচ্ছে তার সচিত্র প্রমান থাকলেও কে বা কারা বিক্রি করছে সেই বিষয়টি নেই। এটিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, পাহাড়ের কি পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নিরুপন করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রশাসনিক কর্মকর্তা আরো বলেন, এটির পরবর্তী তারিখ ২৫ আগষ্ট। এরমধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে।
পাঠকের মতামত