প্রকাশিত: ০৯/০৫/২০২২ ৯:২১ এএম

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রকাশিত সময় ও নম্বর বিভাজন অনুযায়ী এবারের এইচএসসি পরীক্ষা হবে ২ ঘণ্টা, বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।

রবিবার (৯ মে) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সইয়ে এই সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

অন্যান্য সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে কম নম্বর এবং কম সময়ে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট।

এ বিষয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে এস এম আমিরুল ইসলাম বলেন, কম নম্বরে পরীক্ষা হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ২২ আগস্ট এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব ডিসি সম্মেলনে

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব উঠেছে জেলা প্রশাসকদের সম্মেলনে। একইসঙ্গে প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ...

উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

উখিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় ৩৫ জন এ ...