প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৪:৩৮ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
একরাতেই দেশে ফিরলো ১১ প্রবাসীর মরদেহ। এদের ১০ জনই মারা যান সৌদি আরবে। তার মধ্যে ৭ জন নিহত হন এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। শুক্রবার রাতে শাহজালাল বিমানবন্দরে মরদেহ নিতে আসা স্বজনদের অভিযোগ, দালালের খপ্পরে পড়ে ভালো কর্মপরিবেশ পাননি তারা। এসব ঘটনা তদন্তের দাবি স্বজনদের।

ভাগ্য বদলের আশায় গত জানুয়ারিতে সৌদি আরব যান নারায়ণগঞ্জের আব্দুল মজিদ। শাহজালাল বিমানবন্দরেই ছেলের মাথায় শেষবারের মতো হাত বুলিয়েছেন বাবা আওলাদ হোসেন। নয় মাস পর একই জায়গায় সেই সন্তানের কফিনবন্দি মরদেহ নিতে এসে মুখে কথা নেই বাবার।

সৌদি যাওয়ার মাত্র চার মাসেই থেমে যায় মজিদের স্বপ্নযাত্রা। রাতে ঘুমানোর সময় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যান গেলো এপ্রিলে। স্ত্রী আর ছয় বছরের এক সন্তান রয়েছে মজিদের।

একই ঘটনায় মজিদের সঙ্গে মারা যান আরও ছয়জন। তারা হলেন নরসিংদীর পাভেল ও রবিন মিয়া, কিশোরগঞ্জের ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম মিয়া ও মোবারক হোসেন, গাজীপুরের হিমেল ভুইয়া।

এদিকে, বিভিন্ন সময় দুর্ঘটনায় সৌদিতে নিহত হন চাঁদপুরের সিরাজুল ইসলাম, কেরানীগঞ্জের শামছুল আলম ও ফেনীর নুরুল ইসলাম। এ ছাড়া মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শাকিল হোসেনের মরদেহও আসে শুক্রবার রাতে।

মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

মৃত্যুর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রবাসী এসব শ্রমিকের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা আছে স্বজনদের। এক্ষেত্রে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...