উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ৯:২৯ পিএম , আপডেট: ২৫/০৬/২০২৩ ৯:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় সাদিয়া আক্তার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার ছেপটখালী মনির উল্লাহর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া ওয়ার্ডের আব্দুল কাদের ও আনোয়ারা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার কাউছারকে বিয়ে করেন সাদিয়া। দুই পরিবার বিয়ের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তাদের ভেতর পারিবারিক কলহ ছিল কিনা কেউ সঠিক বলতে পারছে না।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...