প্রকাশিত: ১২/১১/২০১৬ ৪:১০ পিএম

এম.বশিরুল আলম,লামাঃphoto

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে নানামুখি পদপে গ্রহন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের সাথে সকল মন্ত্রনালয়, বিভাগ, জেলা পর্যায়ের ৫৫টি এবং উপজেলা পর্যায়ের ৩০টি সরকারি দপ্তরকে একটি অভিন্ন নেটওয়াকের আওতায় আনার লক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অধীনে ইনফো সরকার প্রকল্প ফেজ-২ এর আওতায় ন্যাশনাল ব্যাকবোন স্থাপনের কাজ হাতে নেয় সরকার। ২০১৩ সালে প্রকল্পটি বাস্তবায়নকল্পে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে দক্ষ টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। নিয়োগকালীন সময়ে সরকারের গেজেট অনুযায়ী (১৬থেকে২০) গ্রেড আউটসোর্সিং থাকলেও নীতিমালার ব্যাত্যয় ঘটিয়ে ১৩ তম গ্রেডে আউটসোর্সিংয়ে নিয়োগ দেয়া হয়। টেকনিশিয়ানগণ ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। নিয়োগকৃত টেকনিশিয়ানগণ উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্বাবধানে কাজ করার ফলে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের আইসিটি কার্যক্রমে গতি ফিরে আসে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ই-মেইল প্রেরণ, গ্রহন, জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদ, মাল্টিমিডিয়া কাসরম ম্যানেজমেন্ট সিস্টেম তদারকি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম তদারকি, ন্যাশনাল ব্যাকবোন রক্ষনাবেন, ভিডিও কনফারেন্স সিস্টেম রনাবেন ও পরিচালনা, নাগরিক সেবায় ফেসবুক ব্যবহারে সহযোগিতা, উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে আইসিটি যন্ত্রপাতি রনাবেনে কারিগরী সহায়তা প্রদানসহ কর্মকর্তা-কর্মচারীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে নিয়মিত ভাবে সহযোগিতা করে আসছে। জুন, ২০১৬ ইনফো সরকার ফেজ-২ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কর্মস্থলে অব্যহত আছে টেকনিশিয়ানরা। তাদের মতে টেকনিশিয়াগণ কারিগরী জ্ঞান সম্পন্ন বিধায় তাদেরকে মাঠ প্রশাসনের প্রয়োজন। কারিগরী জ্ঞান সম্পন্ন জনবল ছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ব্যবহত হতে পারে বলে মাঠ প্রশাসনের কর্মরতদের ধারনা। টেকনিশিয়ানদের রাজস্বখাতে স্থানান্তের জন্য গত জুলাই মাসে জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে। উপজেলা টেকনিশিয়ানদের আবেদনের প্রেক্েিষত গত ০৭ জানুয়ারী ২০১৬ তারিখে আইসিটি অধিদপ্তর টেকনিশিয়ান পদ সৃষ্টির লক্ষে একটি প্রস্তাবনা আইসিটি মন্ত্রনালয়ে প্রেরন করে। সে প্রস্তাবনাটি আইসিটি মন্ত্রনালয় ২৫ জানুয়ারী ২০১৬ খ্রিঃ তারিখে এক স্মারক পত্রের জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রেরণ করে। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে ফাইলের কিছু সংশোধনী চেয়ে ২৯ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে আইসিটি মন্ত্রনালয়ে ফেরত পাঠায়। এর পর অজ্ঞাত কারণে ফাইলটি আর অগ্রগতি হয়নি। খোদ আইসিটি মন্ত্রনালয়ও টেকনিশিয়ানদের গুরত্ব অনুধাবন করে উপজেলা পরিষদ থেকে বেতনভাতা প্রদানের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ০১ জুন ২০১৬ খ্র্রি তারিখে ৫৬.০০.০০০০.০১৯.৩১.০৩৪.১৫.১৪৮ স্মারকে পত্র প্রেরণ করে। কিন্তু উপজেলা পরিষদের জনবল কাঠামোতে টেকনিশিয়ান পোষ্ট না থাকায় স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা টেকনিশিয়ানদের চাকুরী স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনেকের সাথে আলাপকালে জানাযায় টেকনিশিয়ানরা স্থায়ী না হলে বিলম্বিত হতে পারে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...