প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৮:০৩ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে নির্মিত ঝুপড়ি দোকান উচ্ছেদ করার আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে কক্সবাজারের একাধিক সংগঠন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল্টিমেটাম দিয়ে বিবৃতিতে দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কক্সবাজার জেলা কমিটির সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক, করিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক অধ্যাপক হাসেম উদ্দিন। কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার ও সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন।

এক যুক্ত বিবৃতিতে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইসিএ আইন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বীচ ঝুপড়ি উচ্ছেদ করলেও সদ্য বিদায়ী জেলা প্রশাসক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে আবারও ঝুপড়ি দোকানের অনুমতি দেয়। সকল কার্ড বাতিলের নির্দেশনা থাকলে হাইকোর্টের নির্দেশনা ও ইসিএ আইন লঙ্ঘন করে নতুন করে কার্ড বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় যা আইনের চরম লঙ্ঘন। এ বিষয়ে দুদকের তদন্তের দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক এর কাছে দাবি জানান কার্ড বিতরণের অনিয়ম দুর্নীতি দায় দায়িত্ব না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা ও হাইকোর্টের নির্দেশনা ও ইসিএ আইন অনুযায়ী বীচের বালিয়াড়িতে নির্মিত অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ ও সমস্ত কার্ড বাতিলের দাবি জানানো হয়।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...