প্রকাশিত: ১৩/১০/২০২১ ৯:২৩ এএম

নিজস্ব প্রতিবেদক ::
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ১১ই নভেম্বর কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এসব ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকে চট্টগ্রাম বিভাগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী উখিয়ার পাঁচ ইউনিয়নের মনোনীত প্রার্থীরা হলেন, রাজাপালং (উখিয়া সদর) ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী (বর্তমান চেয়ারম্যান) , জালিয়াপালং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ছৈয়দ আলম (সাবেক চেয়ারম্যান) , হলদিয়াপালং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শাহ আলম (বর্তমান চেয়ারম্যান) , রত্নাপালং ইউনিয়নে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা , পালংখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মঞ্জুর।

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন জানান, “উখিয়ার পাঁচ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৮হাজার ১৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭১হাজার ৭০৫জন ও মহিলা ভোটার ৬৬হাজার ৪০৯জন।”

ইতিমধ্যে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য তিনজন রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর। সারা দেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি

ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেংকারির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) কক্সবাজার ...

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব ...