
উখিয়ায় আগামী ১১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ।
সভায় জানানো হয়,উখিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা মোতাবেক নির্বাচন কমিশন কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এপিবিএন, অফিসার ইনচার্জ, উখিয়া, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে আইনশৃংখলা বিষয়ক এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তাগণের উপস্থিতিতে সকল আইনশৃংখলা বাহিনীর সমন্বয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়
পাঠকের মতামত