
কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে উখিয়া বালুখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, তারেকুর রহমান (২২) ও জসীম উদ্দিন (২৫)।
শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য নিশ্চত করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস।
তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি- কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকায় দুই মাদক কারবারি মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে আটকদের কাছ থেকে একটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাবের এই কর্মকর্তা জানান, ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত