প্রকাশিত: ১৫/০৬/২০২২ ১০:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় তিন রোহিঙ্গাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত তিন রোহিঙ্গা হলেন- আবু সৈয়দ (২৩), মো. মুশিত আলম (২৮) ও মো. সেলিম (২৫)। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। আর মো. আব্দুল হাকিম (৪৫) উখিয়া থানার সেনাগোনা এলাকার আলী আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করতেন।

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...