শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের এক সাজা প্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার দুপুরে আসামীকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক শাহ জাহান কামাল, সহকারী উপ-পরিদর্শক আবুল কাশেম ও সহকারী উপরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাতে জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ বছরের সাজা প্রাপ্ত ছৈয়দ নুর (৩৫) নামের এক আসামীকে আটক করে থানায় নিয়ে আসেন। সে জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক শাহ জাহান কামাল জানিয়েছেন।