উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ১১:৫৯ এএম , আপডেট: ২৭/০৮/২০২২ ১২:০৭ পিএম

কক্সবাজার – টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় ডাম্পার – সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্য, ৩ জনের নাম পাওয়া গেছে , এরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫) স্বামী মৃত জয়নাল উদ্দিন একই এলাকার আনোয়ারুল ইসলাম (২৫) পিতা গুরা মিয়া ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধুধর (৪০) পিতা মনিন্দ্র ধর।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি উ নিশ্চিত করে বলেন , ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন।


আহত রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তার অবস্থা আশাংকা জনক।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...