রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার আশঙ্কা, সীমান্তে বিস্ফোরণের শব্দ
মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করেছে ...
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বড়ভেপা গ্রামের আবদুল খালেক সিকদারে ছেলে খালেক মোহাম্মদ মারুফ (১৪) নামের একটি ছেলে গত ৩-৮-২০১৭ ইং তারিখে সকাল ১০ টার দিকে তার ফুফির বাসা বেড়াতে যায় । পরদিন সে ফুফির বাসা কোটবাজারে ইসকান্দর সওদাগরের বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় । ছেলেটি গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন , চোখ ও চুল কালো। হারানোর সময় তার পড়নে হাফ হাতা গেন্ঞি ও প্যান্ট ছিল।গ্রামের ভাষায় কথা বলে। সে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র । যদি কোন সহৃদ ব্যক্তি ছেলেটির খোজঁ পেলে নিন্মের নাম্বারে যোগাযোগ করার অনুরুধ রইল। খোজঁদাতাকে পুরস্কৃত করা হবে। এব্যাপারে উখিয়া থানায় একটি জিডি করা হয়েছে যার জিডি নম্বর -২৭৫।
আবদুল খালেক সিকদার
মোবাইল-০১৮১৫-০৬৯০৮৯
পাঠকের মতামত