
শফিক আজাদ,উখিয়া::
সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ক্ষতিগ্রস্থ উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা বস্তির সহ¯্রাধিকার রোহিঙ্গা পরিবারকে এর ত্রাণ ফেল। এনজিও সংস্থা পাল্স কক্সবাজার এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উখিয়ার আদালত ভবন সংলগ্ন তাদের নিজস্ব কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন। এসময় পাল্স কক্সবাজার এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিমসহ বিভিন্ন এনজিও সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
পাল্স কক্সবাজার এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, বিদেশী দাতা সংস্থা Muslim Charity প্রদত্ত ত্রাণ গুলো যথাযথ ভাবে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনসহ দাতা সংস্থা Muslim Charity এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাঠকের মতামত