প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:০৭ এএম
ফাইল ছবি

শহিদুল ইসলাম, উখিয়া ::
৩৪ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের আওতাধীন উখিয়া ক্যাম্পের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমান বার্মিজ সিগারেট সহ শীষ পাচারকারী হারুন অর রশিদ নামের ্এক যুবক কে আটক করেছে । এসময় তার কাছ থেকে ৯হজার ৫শ পিস বার্মিজ সিগারেট, একটি মোবাইল সেট, একটি ঘড়ি উদ্ধার করে। চোরাই পন্য বহনের দায়ে পিক আপ গাড়ী টি আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
ঊুধবার সকালে ককসবাজার-টেকনাফ সড়কের পাতাবাড়ী নামক এ্লাকায় ককসবাজারগামী পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে বিপুল পরিমান চোরাই পন্য সহ হারুন অর-রশিদ নামের এক যুবক কে আটক করা হয় । আটককৃত যুবক উখিয়া সদও রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের মো :কালুর ছেলে । আটককৃত যুবক কে রাত ৮টার দিকে উখিয়া থানায় পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...