
উখিয়া নিউজ ডটকম::
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম স্থিস্থিতিশীল রাখার জন্য উখিয়া উপজেলা প্রশাসন বুধবার ব্যবসায়ীদের উদ্দেশ্য উপজেলা ব্যাপী সদর্কতামূলক মাইকিং করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের উদূতি দিয়ে প্রচারনায় আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত মুদি দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজাপালং ইউনিয়ন পরিষদের বাজেট পেশ অনুষ্টানে উপস্থিত ইউপি সদস্য, সুশিল সমাজ ও রাজনৈতিক নেতৃবিন্দের জোরালো দাবী ছিল রমজানে নিঃশ্রীদ্ধ বিদ্যুৎ সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য হাটবাজার মনিটরিং কমিটিকে আরো তৎপরতা বৃদ্ধি করা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আস্বস্থ করে বলেন, তিনি নিজেই হাটবাজার নিয়মিত মনিটরিং করবেন। যাতে পবিত্র রমজান মাসে মানুষ সহনীয় মূল্যে পন্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন বুধবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত মাইকিং করেন। প্রচারনায় গরুর মাংস কেজি প্রতি ৪শত টাকা দরে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী উচ্চারন করেন। প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, রমজান মাসে কোন অবস্থাতে অবৈধ গুদামজাত করে নিত্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।
পাঠকের মতামত