প্রকাশিত: ২০/০৯/২০১৯ ১০:৩৪ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার মরিচ্যা গোরিয়া দ্বীপ রাস্তার মাথায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক এনজিও কর্মী খুন হয়েছে। নিহত যুবকের নাম মাজহারুল ইসলাম বলে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গোরিয়া দ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় রক্তাক্ত অবস্থায় এক যুবক চিৎকার করতে থাকে। স্থানীয় মেম্বার মনজুর আলম জানিয়েছেন লোকজনের নিকট হতে খবর শুনে তিনি ঘটনাস্থলে এসে আহত যুবককে উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় যুবকটি মারা যায়। দায়িত্বশীল সূত্রে জানা গেছে নিহত যুবকের পকেটে থাকা আইডি কার্ডে তার নাম মাজহারুল ইসলাম পীরগঞ্জের কলোনি হার তার বাড়ি।
তা ব্যাগে এনজিও সংস্থা ব্রাকের বেশ কিছু কাগজপত্র ও ফরম পাওয়া গেছে।
অপরদিকে দুর্বৃত্তরা চুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যাবার পর রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে নিহত যুবক মৃত্যুর আগে ইনানীর আলাদ্দিন নামক এক যুবকের নাম বারবার বলতে শোনা গেছে। কি
বিরোধ নিয়ে তাকে খুন করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করা হয়েছে কি কারনে খাড়া গঠনা সংঘটিত করেছে এবং জড়িতদের অনুসন্ধান পুলিশ শুরু করেছেন

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...