প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ পিএম

রফিক মাহমুদ,উখিয়া
উখিয়ার ক্রাইম জোন পালংখালী সীমান্তবর্তী বটতলী বাজার নামাক এলাকায় মিয়ানমারের জিরো পয়েন্ট থেকে মোটর বাইক যোগে ইয়াবার বড় চালান নিয়ে অাসার সময় স্থানিয় জনতার ধাওয়া খেয়ে ইয়াবা ও মোটর বাইক পেলে পালিয়েছে জেলার অালোচিত ইয়াবা সম্রাট পালংখালী বাজার এলাকার মোঃ রাসেল উদ্দিন ও মৃতঃ অাবুল মন্জুরের পুত্র বহু ডাকাতি মামলার পলাতক অাসামী কালা মুন্না (প্রকাশ মুইন্না ডাকাত) ডাকাত।
গত ২৭ জুলাই রাত ৯টার দিকে পালংখালী ইউনিয়নের মিয়ানমানের সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকা বটতলী দিয়ে মোটর সাইকেল যোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে অাসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে ইয়াবা বহনকারী ২ যুবককে ধাওয়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ধাওয়া খেয়ে পালিয় যাওয়ার একপযার্য়ে কিছু ইয়াবা ও মোটর বাইক রেখে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়া দুই যুবক পালংখালী বাজার এলাকার মোঃ রাসেল উদ্দন ও অন্তঃ জেলা ডাকাত দলের প্রধান বহু মামলার পলাতক অাসামী কালা মুন্না (প্রকাশ মুইন্না ডাকাত)। তারা দীর্ঘ সময় ধরে সীমান্ত দিয়ে ইয়াবাসহ মাদকদ্রব্য চোরাচালান ব্যবসার সাথে জড়িত। রাসেল ও মুন্নার বড় বড় ইয়াবার সিন্ড়িকেট রয়েছে বলে কয়েকটি সুত্র নিশ্চত করেছে।
খবর পেয়ে পালংখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসে উদ্ধারকৃত ইয়াবা ও মোটর সাইকেলটি ফাঁড়িতে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছ।

পাঠকের মতামত

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...

‘ন‍্যায়ভিত্তিক নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাকে ‘হ‍্যাঁ’ বলুন – মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ৫ ...

উখিয়ায় ভাড়া বাসা থেকে অবৈধভাবে ক্যাম্পের বাইরে থাকা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান ...