প্রকাশিত: ০১/০৫/২০২১ ৮:৩৫ পিএম

সারা দেশে প্রানঘাতী করোনার কারণে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো যখন কর্মহীন ঠিক সেই সময়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতা এস.ডি রায়হান।

শনিবার (১ মে) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ অসহায় ১০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

জানা যায় করোনা ভাইরাসের প্রভাবে অনেক মধ্যবিত্ত সাধারণ মানুষ গুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতা এসডি রায়হান তার ব্যক্তিগত অর্থায়নে ১০টি পরিবারের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এস.ডি রায়হান বলেন, করোনা দুর্যোগকালীন সময়ের প্রথম থেকে বিভিন্ন সহায়তা নিয়ে সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে ছিলাম। অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাদ্দাম ভাইয়ের নির্দেশে আমার এ ক্ষুদ্র প্রয়াস। মানবিক সহায়তায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের সকল বৃত্তবানেরা যেন এগিয়ে আসেন।

পাঠকের মতামত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জহির সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লি.–এর নির্বাচন উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ...

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...