প্রকাশিত: ২৫/১০/২০১৭ ৮:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৮ এএম

উখিয়া সংবাদদাতা::

উখিয়ায় এক যুবক দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং করে আসছিল।  বুধবার গভীর রাত ৩ টার দিকে রিয়াজুল করিম প্রকাশ( রাজা ২০)  কে তার বোনের বাড়ি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালি পালং থেকে গোপন সংবাদের ভিক্তিতে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। থানা পুলিশ ঐ যুবককে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামানের কার্যালয়ে হাজির করা হলে, ভ্রাম্যমান আদালত বসিয়ে মুসলেখা নিয়ে ১৫ দিনের সাজা প্রদান করেন।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামান এ প্রতিবেদককে বলেন উখিয়া ঘিলাতলী গ্রামের ফরিদ আলমের ছেলে রাজার বিরুদ্দে গরু বাজার এলাকার (নাম প্রকাশের অনিচ্ছুক)এক স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।উখিয়া থানায় তার বিরুদ্দে অভিযোগ দায়েরের খবর পেয়ে সে দির্ঘদিন আর্তগোপনে ছিল,অবশেষে গোপন সংবাদের ভিক্তিতে বুধবার গভীর রাত ৩ টার দিকে গোয়ালিয়া পালং তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।দুপুরে আমার কার্যালয়ে নিয়ে আসা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের সাজা প্রদান করা হয়,পরে বিকালে ঐ যুবককে জেল হাজতে পেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...