প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৯:৪৮ পিএম

mail.google.comফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার মধ্য রাজাপালং গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমান (৬৫) গত শনিবার দিবাগত রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না……. রাউজেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রবিবার সকাল ১১ টায় আবুল কাসেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা কবির আহমদ।

জানাযা শেষে মরহুম আলহাজ্ব আবদুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক সহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতি

এদিকে ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার এস.এম কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছৈয়দ আলম। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি

ঘোনার পাড়া শফি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উখিয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাষ্টার হাসান জামাল রাজু।

উখিয়া সাংবাদিক ফোরাম

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাহার কম্পিউটার এর মালিক ইসমাইল হোসেন সোহেলের পিতা- আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে সংবাদ পত্রে শোকবাণী দিয়েছেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

#

পাঠকের মতামত

আরসা প্রধানসহ ৫১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান ...

কক্সবাজার-৪ আসনে ইসহাক, বাহাদুর ও বশরের মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আবদুর রহমান বদি’র পুত্র দাবিদার ...