কনক বড়ুয়া, উখিয়া::
শুক্রবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলার উখিয়া থানাস্থ বৌদ্ধ জনপদ পুণ্যতীর্থ শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের মাঠ প্রাঙ্গনে ধর্মীয় ঘারবতার মধ্যে দিয়ে মহাসারম্ভে অনুষ্ঠিত হয়েছে প্রতি বৎসরের মত দানোত্তম শুভ কঠিন চীবর দান, মহান সংঘক্ষেত্রে দান, সদ্ধর্ম সভা ও জাতীয় বৌদ্ধ সম্মেলন'১৬ আরম্ভ হয়।
পূণ্যময় এ দানোনুষ্ঠানে রামু রাজারকুল ধর্মরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি সদ্ধর্ম বারিধি, বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিক ভদন্ত পাঞ্ঞাওয়ারা মহাথেরোর সভাপতিত্বে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও পাতাবাড়ি অানন্দ ভবন বৌদ্ধ বিহারের প্রধান পরিচালক ভদন্ত রেবতপ্রিয় মহাথের অাশীর্বানী প্রদান করে রাঙ্গুনীয়ার ঘটচেক ধর্মমৃত বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি সদ্ধর্ম কথিক বিনয়শীল ভদন্ত বিজয়রক্ষিত মহাথের প্রধান অালোচকের অাসন গ্রহণ করে ধর্মীয় বিভিন্ন দিক উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে তুলে ধরেন।
এছাড়া বিশেষ ধর্মদেশকের অাসন অলংকিত করেন কুতুপালং ধর্মাংকুর বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবাচা মহাথের, পশ্চিম মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বিমল জ্যোতি মহাথের, হীরারদ্বীপ শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ মহাথের, পাতাবাড়ী অানন্দ ভবন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি ভদন্ত শাসনপ্রিয় থের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সমিতির অান্তর্জাতিক সচিব ভদন্ত জ্যোতিসেন থের, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ভদন্ত জ্যোতি প্রিয় থের, ভদন্ত জ্যোতি প্রজ্ঞা থের, ভদন্ত জ্যোতি লংকার থের, ভদন্ত জ্যোতি লায়ন থের, ভদন্ত সুমন রক্ষিত থের, ভদন্ত জ্যোতি সুমন ভিক্ষু, ভদন্ত জ্যোতি রক্ষিত ভিক্ষু সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ সদ্ধর্মদেশকের অাসন অলংকিত করেন।
মহতী এ দানসভা চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ বিহারের অাবাসিক প্রধান ভদন্ত জ্যোতি রক্ষিত ভিক্ষুর সঞ্চালনায় প্রধান অতিথি উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি ও মহাজন পাড়া মৈত্রী বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত এস. ধর্মপাল মহাথের সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক বাবু সুসেন কুমার বড়ুয়া, চট্টগ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবু অনুত্তর বড়ুয়া সহ অত্র বিহার ও বিভিন্ন জায়গা থেকে অাগত বৌদ্ধ পূণ্যার্থী।
উক্ত মহতী পূণ্যময় কঠিন চীবর দানের দাতা ও উপদাতা হলেন বাবু বীরেন্দ্র বড়ুয়া, তার সহধর্মীনী শ্রীমতি পূর্ণিমা বড়ুয়া ও পূত্র সুরেশ বড়ুয়া, সমীরণ বড়ুয়া (অস্ট্রলিয়া প্রবাসী) এবং শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাগণ।