শফিক আজাদ,উখিয়া ::
উখিয়ার উপজেলার পালংখালীর ইউনিয়নের বটতলীতে আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের আঙ্গীনায় অবস্থিত নারকেল গাছে ডাব পাড়তে গিয়ে রমযান আলী নামের ৮ বছরের এক শিশু রশ্মিতে ফাঁস লেগে মর্মান্তিক হয়েছে। সে বটতলী এলাকার আহমদ শরীফের ছেলে। পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সুলতান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, শুক্রবার ২টার দিকে শিশুটি মসজিদের ডাব পাড়তে উঠে সাথে একটি রশ্মি নিয়ে। রশ্মিটির এক মাথা ডাবে বেঁধে দেয়, আরেক মাথা তার কাঁদে ঝুলিয়ে রাখে। ডাবের কাঁদিটি কেটে দেওয়ার সাথে সাথে টান পড়ে রশ্মিতে। এতে রশ্মি পেঁজিয়ে তাঁর করুন মৃত্যু হয় গাছের উপরে। লোকজন ডাব কাঁদি কেটে তাঁকে মৃত অবস্থায় গাছ থেকে নামিয়ে দ্রুত উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
উখিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, পালংখালীতে এক শিশুর মৃত্যু সংবাদ শুনেছি। ডাব পাড়তে গিয়ে শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পারিবারিক ভাবে বিষয়টি থানায় জানানো হয়েছে। যার প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ...
পাঠকের মতামত