উখিয়ায় আইনশৃঙ্খলার অবনতি,এক সপ্তাহে ৩ খু’ন
মনখালীর পাহাড়ি ছরায় ভাসমান অবস্থায় উদ্ধার জনপ্রিয় মেম্বারের মরদেহ, এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা কক্সবাজারের উখিয়ায় মাত্র ...
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ভোরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০, এফ/৩৪ ব্লকের আব্দুল গফুরের ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নাম না জানা দুর্বৃত্তরা সিআইসি কার্যালয়ের সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এসময়
গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে।
পাঠকের মতামত