উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:৫৯ এএম

রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার ::
উখিয়া উপজেলা সংলগ্ন উখিয়া বহুমুখী সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ যা ‘উখিয়া মিনি স্টেডিয়াম’ নামেও পরিচিত, যেখানে এখন অন্ধকার নামলেই বসে মাদক এবং জুয়ার রমরমা আসর। প্রতিনিয়ত এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে।

খুঁজ নিলে জানা যায়, এখানে বেশির ভাগই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর। আরও রয়েছে বিভিন্ন এনজিওতে কর্মরত বহিরাগত লোকজন। জানা যায় নাম না জানা কিছু কিশোর প্রতিদিনই মিনি-টমটম নিয়ে এসে বিভিন্ন প্রকার মাদক সেবন এবং জুয়ার আসর বসায়। তাঁরা স্থানীয় না বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা নামলেই উখিয়া মিনি স্টেডিয়াম হয়ে উঠে ভুতুড়ে বা অন্ধকারাচ্ছন্ন। এই রাতের আধারে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অল্পবয়সী-বেশি বয়সী কিশোর এবং যুবকেরা জুয়া ও বিভিন্ন মাদকদ্রব্যের আসর বসাই।
তাছাড়া আছে এনজিও সংস্থায় কর্মরত বহিরাগত লোকজন তারাও একই কাজে লিপ্ত।

স্থানীয় একজন বলেন, অন্ধকারকে পুঁজি করে মাদকসেবিদের আস্তানা হয়ে উঠেছে উখিয়া মাঠ। উপজেলা প্রশাসনের চোখের সামনে এমন সমাজ বিরুধি বা অনৈতিক কাজ হওয়ার সত্বেও উপজেলা প্রশাসন চুপ কেন? এটাই বুঝতে পারছি না। উপজেলা প্রশাসনের উচিত এটার কোন বিহিত ব্যবস্থা নেওয়া।

তিনি আরও জানান, এর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় সমাজে খুবই খারাপ প্রভাব পড়বে। দিন দিন শিশু কিশোররা মাদক আসক্ত হয়ে পড়বে। রাতে উখিয়া মাঠে এমন অসামাজিক কার্যক্রম আমাদের উখিয়াবাসির জন্য খুবই দুঃখের সংবাদ।

জানা যায়, অধিকাংশ বহিরাগত কিশোর এবং যুবকরাই এই অসামাজিক কাজ করছে। গুটিকয়েক জন রয়েছে স্থানীয়।

উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কে উখিয়া মাঠে ঘটা অসামাজিক কার্যক্রমের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...