প্রকাশিত: ১৩/০৭/২০২১ ৮:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকায় চেকপােস্ট স্থাপন করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।
র‍্যাব-১৫ সুত্র জানায়, গােপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী সিএনজি চালিত অটোরিক্সা যােগে টেকনাফ থেকে মাদকদ্রব্য বহন করে কক্সবাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৩ জুলাই সকাল সাড়ে ৮.৩০ টায় উখিয়ার পালংখালী বাজার সংলগ্ন মেসার্স ইউসুপ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার- টেকনাফ পাকা রাস্তার উপর চেকপােস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে ।
তল্লাশীর এক পর্যায়ে টেকনাফের দিক হতে একটি নম্বর বিহীন সিএনজি চালিত অটোরিক্সা চেকপােস্টের সামনে আসলে সিএনজিটি থামার সংকেত দিলে সিএনজিটি থামিয়ে সিএনজিতে থাকা আরােহীরা পালানাের চেষ্টাকালে টেকনাফের হােয়াইক্যং কেরুনতলী এলাকার আবদুল জব্বারের ছেলে মামুন রশিদ ( ২২ )কে আটক করে সিএনজিটি জব্দ করা হয় এবং তার সহযােগী আরাে দুইজন দৌড়ে পালিয়ে যায় । ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর ব্যবহৃত সিএনজিটি তল্লাশী করে চালকের সিটের নিচে কালাে পলিথিন ব্যাগে লােকায়িত অবস্থা হতে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে, সে পলাতক আসামীদের সহযােগিতায় দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...